বদলে গেছে সব


বদলে গেছে গানের ধারা
বদলে গেছে শিল্পী ,
বদলে গেছে লেখার ধারা
বদলে গেছে কবি ।
প্রতিবাদী কণ্ঠ ,কলম - তুলি ,
সব কিছু বদলে গেছে , সবই গেছে ভুলি ।
শাসকের বিরুদ্ধে লিখতো যারা , গায়তো যারা
করছে প্রসংশা ,হয়তো ভালো এই শাসকরা ।


শাসকের বিরুদ্ধে লড়তে  হাঁটতো  মিছিলে
বড়ো বড়ো ফেস্টুন নিয়ে হাতে
আজকে তারা একই মঞ্চে
ফুলের মালা গলে পড়ে শাসকেরই হাতে ।
প্রতিবাদের ভাষা লুণ্ঠিত হয় সকাল দুপুর সাঁঝে ,
মারামারি দাঙ্গা তাদের চোখ পায়না  খুঁজে ।


মরছে শ্রমিক কৃষক ,বাড়ছে দাম ,শিল্পের নাই দেখা ,
প্রেমের উপন্যাস হাজার ,এসব নিয়ে কারো হয় না লেখা ।
চাকরি নেই নাজেহাল মধ্যবিত্ত শিক্ষিত পরিবার ।
এদিকে অপুষ্টি ,রোগে শিশুর হাহাকার ।


বদলে গেছে মানুষ ,মানুষের চিন্তা ধারা ,
কিছুই বোঝে না ফেসবুক রিলস আর ইনস্টাগ্রাম ছাড়া।
অশ্লীল পোস্ট শেয়ার মিনিটে ,
প্রতিবাদী লেখা ?আটকে যায়  রিয়েক্টে ।


কে লিখবে কেনো লিখবে যদি কেউ না পড়ে ,
কে গায়বে কেনো গায়বে যদি কেউ না শোনে ,
শাসক তো শুনছে ,পড়ছে ,বাড়িয়েছে ভাতা ,
আমরাই বদলে গেছি ,"হুম,সাধারন জনতা  ।"


কোমর ভাঙ্গা কলমে - আমার তিনটি আঙ্গুল ।