হে নারী পরিয়া শাড়ি,
কী হবে  একদিন দুর্গা সেজে??
হতে হবে সাহসে ও কাজে,
এবার পুজো হোক অন্যরকম, হোক প্রতিজ্ঞার,
নাও শপথ, করো অঙ্গীকার
ছিনিয়ে নিবে নিজের অধিকার,
ভিজিয়ে পুস্পঞ্জলি চোখের জলে,
আর কত কাল দিবে মায়ের চরণ তলে?
দুর্গা হয়ে ওঠো নারী, দুর্গা হয়ে ওঠো,
বধন করো সমাজে আছে অসুর যতো,
বাজে মতলবে যদি কেউ হাত বাড়ায়,
বাজে দৃষ্টিতে যদি কেউ তোমার পানে চায়,
করো  তাকে কুপোকাত,
দুর্গা হয়ে হানো আঘাত,
শক্তির করো সঞ্চার দেহ - মনে,
এ সমাজ কাঁপে যেন তোমার আগমনে ।
দুর্গা হয়ে ওঠো নারী, দুর্গা হয়ে ওঠো ।


আর কত কাল থাকবে লাঞ্ছিত বঞ্চিত,
আর কতকাল হবে নির্যাতিত,
সৃষ্টির সেরা তুমিও - এই পৃথিবীর সমান ভাগীদার,
ধর্মের নামে অনুশাসন সইবে নাকো আর -
দুর্গা হয়ে ওঠো নারী ,দুর্গা হয়ে ওঠো ।