বদ্ধ ঘরে অন্ধকারে  দিই সিগারেট এ টান,
বন্ধ চোখে দেখি তাকে , সম্মুক্ষে সে বিরাজমান,
সিগারেট এর ধোঁয়া গিয়ে লাগে বুকের ভেতরে
শরীর নিস্তেজ হয়, মাথা যন্ত্রনা করে,
সিগারেট খাওয়া, বিচ্ছিরি চলা ফেরা
এসব সহ্য করে না সমাজ কিংবা আত্মীয়সজনরা,
বাহ্যিক দিক তারা দেখে,
তাই আমরা খারাপ তাদের চোখে,
যদি বুকের ভেতরে জমে থাকা কষ্ট, দেখত যন্ত্রনা,
হয়তো এতটা খারাপ বলা সহজ হ'ত না,,
তিলে তিলে সাজানো স্বপ্নগুলো ভেঙ্গে যাই
শব্দে শব্দে লেখা উপন্যাস টা যখন পুড়ে হয় ছাই,
সে যে কতটা কষ্টকর, সে যে কি বেদনাময়-
তারা জানে না, তাই হয়তো এমনটা কয়,


যারা মৃত্যুর ভয় দেখাও, তাদের বলছি ভাই -
আমরা মৃত্যুকে ছুঁয়ে এসেছি
আমাদের মৃত্যুর ভয় দেখাতে নাই ।।