তোমার জন্য কবি হয়েছি
হয়েছি রাত জাগা প্যাঁচা
তোমার জন্য কত প্রেমের উপাখ্যান লিখলাম
সেসব হয়তো তোমার কখনো হয়নি পড়া  ।


তোমার জন্য নিকোটিন ছাড়লাম ,ছাড়লাম কত মন্দ
তোমার জন্য সব করেছি তবুও তোমার হইনি পছন্দ ।
তোমার চাওয়া পাওয়া সব শুনলাম
দ্রুত না হলেও ধীরে ধীরে বদলে গেলাম
একে বারে তোমার মনের মত
দিন শেষে তবুও শুধু জমেছে মনে তোমার দেওয়া ক্ষত।


এত প্রেম এত ভালোবাসা সব নিমিষেই শেষ ?
এক সাথে কত পথ চলা ,হঠাৎ নিরুদ্দেশ !
মায়া ভরা চোখে আমার পানে চেয়ে দিয়েছিলে -
কত কথা কত শপথ ,সব কি গেছো ভুলে !


আজ আবার বদলে যাচ্ছি ,জীবন চলেছে
পাল্টে পাল্টে নিজেকে অচেনা করে ,
যেখানে ছিলাম সেথায় রেখে তুমি অন্য কারো ঘরে ।


আচ্ছা একটা কথা জানতে ইচ্ছে করে
হঠাৎ জেগে উঠলে রাত দুপুরে ,
কী এমন ছিল দোষ ? কী বা করতে ছিল বাকি ?
একবারও মনে হয়নি এক সাথে দুজনে থাকি ?


বড্ড কষ্ট হয় তোমার জন্য ,
মৃত্যু নেহাতই কম এ কষ্টের কাছে
হন্যে হয়ে খুঁজি তোমায়
ঘুমের ঘোরে হাতের কাছে ।


তোমার জন্য জমিয়েছি কিছু অভিযোগ মনের কোণে-
ডায়েরির পাতায় খাতায় খাতায়
এক দিন হঠাৎ যদি আসো সামনে
বলবো সব ,করবো প্রশ্ন, হাজার অভিযোগ তোমায় ।


না থাক ,বলবো না কিছুই
সামনে এসো দেখবো শুধু
অপেক্ষায় তোমার জন্য ।