আমি তো রোজ উদাস থাকি
রাতের পরে রাত চলে যায়
একদিন তো আমি ও যাবো
উদাসী রাত হাওয়ায় হাওয়ায়......


জানি যেতে হবে একদিন
ঠিক চলে যাবো
এ মোহ বন্ধন  
ছিন্ন করে যাবো।
তবু কেন বারবার
আশা জাগে বুকে
পতঙ্গের মত
ছুটে চলি আগুনের দিকে।
তারায় ঘেরা নীল পরী রা
হাতছানি দেয়, আমায় ডাকে..
দু চোখ বুজে ছুটতে গিয়ে
আটকে থাকি কিসের ফাঁকে!
জড়িয়ে ধরি, আঁকড়ে রাখি
পথ ভোলানোর এ এক নেশা
সুখ ভেবে যেই হাত বাড়ালাম
বুকের মধ্যে আগুন ঠাসা
সেই আগুনে হাত পোড়েনি,
মন পুড়ে আজ ছাই
যতই তুমি আটকে রেখো
আগুন আমার চাই
আগুন আমায় ঋদ্ধ করো
শুদ্ধ করো মুক্ত করো
এ জীবন এবার
জীবনের হিসাব চুকেছে সবই
সময় এখন বিদায় নেবার।


কৃতঞ্জতা‍: প্রীতম খান্ডা।কবিতা টি দুজনে মিলে লেখা।