আলাপচারিতা


শিক্ষক পড়াবেন কলেজে
বাকী সময়টা আমরা,
এদিক ওদিক হলে একচুল
গুটিয়ে দেব চামড়া।


শিখতে হবে অনেক কিছুই
নতুন নতুন খিস্তি ,
আরও  কি কি  শিখতে হবে
লম্বা  ফিরিস্তি।


মদ তোমায় খেতেই  হবে
টানতে হবে গাঁজা,
না পারলে এসব  কিছুই
অনেক কঠিন সাজা।


আমরাই নিয়েছি ঠেকা
পুড়িয়ে  বানাবো অঙ্গার,
এ আগুনে জ্বলেছি  আমরাও
পেয়েছি উত্তরাধিকার।


আমাদের টিকি ছোঁবে
কার ঘাড়ে কটা মাথা,
সব মিটে যাবে দুদিন  বাদে
দেখে নেবে দাদা নেতা।


একটু না হয় বাড়াবাড়ি
আলাপচারিতার নামে,
দু একদিন  হা হুতাশ
দু একজন যাবে কমে।


প্রথমবর্ষ আজ নাকি যারা
ভীষণ মানসিক চাপে
আগামীত  দেখবো তারাই
সিঁড়ির  অন্য ধাপে।


এটাই নাকি স্বাভাবিক
যত তুফান কফির কাপে,
এরাই  যখন পিতা আগামীতে
ভুগবে  কি কোন অনুতাপে?