জল পরেনি কারো চোখে একফোঁটা
দখল করে ছিল ঘর
খালি হল সেটা।
কেউ আনে খাট
কারও ভাগে ফুল
চুল চেরা হিসাব
যেন না হয় ভুল।
বেঁচে ছিল অনেক বিড়ম্বনায়
তাই আর বিলম্ব নয়
করতে হবে ভাগাভাগি
ছেলেমেয়েদের সমান দাবি
উচ্চস্বরে বিলাপ তবু যায়না ভুলে
কারো নজর হার
কারো ঝুমকো দুলে
বিছানাপত্র গয়নাগাটি
ট্রা্ঙ্ঙ্ক সুটকেস ঘাঁঁটাঘাঁটি
ভাগ হয়ে যায় মা দাঁঁড়িপাল্লায়
হিসাব মেলানো কড়ায়গন্ডয়।
মুখ দেখাদেখি এতকাল ছিল বন্ধ
আজ শান্তি মিটল সকল দ্বন্দ্ব


স্বর্গ থেকে হেঁসে  ওঠে ভাগের মা
বলে আমি আগে কেন মরলাম না।