কেউ কি জানেন খবর
সেই ছেলেটির
যে নাকি একদিন রক্তাক্ত
হয়েছিল উন্মত্ত জনতার রোষে;
এই আপনারা
যারা মিছিলে মিছিলে
শহর করেছিলেন অচল
আপনারা যারা
ক‍্যামেরার সামনে
চোখ মুছছিলেন ঘন ঘন
হ‍্যাঁ এই আপনারা
যারা কালো ব‍্যাজে
কালো পতাকায়
জানিয়ে ছিলেন চরম ধিক্কার
হেনেছিলেন তীক্ষ্ণ শব্দবান।
আজ আপনারা চুপ কেন?
একবারের জন্য কি
জানতে ইচ্ছা হয়না
ছেলেটা হাঁটতে পারছে কিনা
চোখে ঠিকঠাক দেখছে তো?
ও কি পারল আবার ঘুরে দাঁড়াতে?
আসলে এর মধ্যে মশলা নেই
এ খবর পাবলিক খাবেনা
তাই আপনারা চুপ
খবরের কাগজ চুপ
টিভি চ‍্যানেল চুপ
তবে কি সবই লোক দেখানো?
শুধু নিজেকে
বিপ্লবী বুদ্ধিজীবী প্রমাণ
করার তাগিদ?
ঠান্ডা ঘরে কফিতে চুমুক দিয়ে
আর যাই হোক
বিপ্লব হয় না।