কথায় বাড়ে কথা
আমি এক্কেবারে চুপ
তোর সাথে আজ আড়ি
আমি যাবোনা তোর বাড়ি
আমার মন খারাপ খুব।


বিসমিল্লার বাজছে সানাই
বুলবুলি তোর বিয়ে
সারা জীবন আড়ি
টুকটুকে লাল শাড়ি
থাকিস ভাল নতুন বাড়ি গিয়ে


বুলবুলি তুই কেমন আছিস
ঝগড়া করিস আগের মতো
কাঁদতে পারিস ঠোঁট ফুলিয়ে
যেমন দিতি রাগ ভুলিয়ে
শোনাতি  কথা কতো।


বুলবুলি তুই চুপ কেন
কি হয়েছে তোর
ঘুমের বড়ি কটা ছিল
কেই বা তোকে এনে দিল
কে করল জোর?


বুলবুলি তোর ফুরোল কথা
ঘুমের বড়ি খেয়ে
করবো না আর রাগ
একটিবার জাগ
ভাব করব তোর বাড়ি গিয়ে।


ঘুমো বুলবুলি তুই
কেউ ডাকবে না তোকে
আর করবো না আড়ি
টুকটুকে লাল শাড়ি
আমি আছি জেগে।