দিনকাল ভালো নয়
বিপদ ডাইনে  বায়
চুপচাপ থাক শুধু
কোনো প্রতিবাদ নয়।


এ বলে আমায় দেখ
ও বলে আমায়
কোনো কি আছে ফারাক
লাল নীল জামায়।
           ২
বাজে কথা বলে
যত নিন্দুকে
আমাদের টাকা নাকি
রাজার সিন্দুকে


যত সব আজগুবি
দিও না কোন কান
মনে রেখো একটাই
আমাদের রাজা ভগবান
           ৩
পাঁচ বছর পর পর
ভগবান মর্তে
নামেন তিনি শুধু
ফিরে আশার শর্তে


জনতা জনার্দন
সব মেনে নেয়
স্মৃতি খুবই দুর্বল
সব ভুলে যায়।


          -–-
ভুলে যায় প্রতিবাদ
অধিকার ও ভুলে যায়
নির্বীষ বেঁচে থাকা
অন্ধ স্তাবকতায়।