এই তো সেদিন ছোট্ট ছিলি
আধো স্বরে বলতি কথা
কখন যে তুই বড়ো হলি
লুকোতে পারিস মনের ব‍্যথা।


এই তো সেদিন একা কোথাও
যেতে গেলে ভীষন ভয়ে
কখন যে তুই বড়ো হলি
সব দুঃখ নিলি সয়ে।


এই তো সেদিন হাসতে হাসতে
সারা পাড়া উঠতো কেঁপে
সব হাসি মিলিয়ে গেল
এক বুকেতেই কষ্ট চেপে।


এই তো সেদিন বায়না করে
আহ্লাদেতে পড়তি গলে
সব সাধ মিটলো তোর
না বেড়োনো চোখের জলে?


এইতো সেদিন গরমচায়ে
চেঁচিয়ে মাত সারা পাড়া
সারা  গায়ে লাগালি আগুন
তবুও কেন বাক‍্যহারা?


এই তো সেদিন ঘর ছাড়া
তোর কীসের এত তাড়া
ঘরদোর সব অগোছালো
কত কাজ হয়নি সারা।


এইতো সেদিন খেলতি পুতুল
তোর পুতুলের বিয়ে
কীসের মোহে ছাড়লি ঘর
কে নিল ফুসলিয়ে


এইতো সেদিন বাঁধলি ঘর
পুতুল খেলার ছলে
কদিন যেতেই তাসের ঘর
ভুল দাবার চালে


জমিয়ে রাখা মনের আগুন
পোড়ালো তোর শরীর
দুপুরবেলাতেই গল্প শেষ
ছোট্ট সেই পরীর।