কীসের যেন একটা গন্ধ
সারাক্ষণ আমার চারপাশে
ঘুরে বেড়ায়।
কেমন যেন দমবন্ধ করা,
চেপে বসে বুকের ওপর‌।
আ্যলোপ‍্যাথ, হোমিওপ্যাথ
কবিরাজ বাদ দিইনি কিছুই।
যাবতীয় পরীক্ষা নিরীক্ষা
হয়েছে সবই
কিন্তু সব ওষুধই
গেছে বিফলে।
একরকম আশা ছেড়েই দিয়েছিলাম,
যদিনা সেই লোকটার
সাথে দেখা হত।
লোকটা ধুপকাঠি বেঁচতো
ট্রেনের কামরায়।
সামান্যই আয়।
দিন চলে কোনো মতে।
নির্দিধায় গছিয়ে দিত ধূপ।
নিত্যযাত্রী নয় এমন লোককেও।
বলতো না হয় পরে দেবেন।
জিঞ্জেস করেছিলাম
কীসের ভরসায়
তুমি বাকি দাও?
শুধু হেঁসেছিল
আর বলেছিল একটাই শব্দ
বিশ্বাস।
সত্যিই তো এই
বিশ্বাসটাই আমরা
হারিয়ে ফেলেছি।
মন খুলে আমরা
পারিনা কাউকে
বিশ্বাস করতে।
আমাদের চারপাশে
ঘুরে বেড়ায়
অবিশ্বাসের চাপা গন্ধ।
হঠাৎই অনুভব করি
গন্ধটা আর নেই।