এখন চুপটি করে চেয়ে
বসে থাকো জলের দিকে
লক্ষ্য করো ফাতনার ওঠানামা
শব্দটি কোরোনা
ওরা টের পেয়ে যাবে
তোমার উপস্থিতি।
ধৈর্য্য ধরতে শেখো
কোনো তাড়াহুড়ো নয়
যদি ভাবো তোমার হাতেই
ওদের বাঁচামরা
তবে ভুল ভাববে।
বরং বিপক্ষকে সম্মান
করতে শেখো
দেখবে সে ধরা দেবে নিশ্চিত
তোমার বড়শীতে।
সব খেলারই
একটা নিয়ম আছে
স্বয়ং শ্রীকৃষ্ণও
ছলনার আশ্রয় নিয়েছেন যুদ্ধে
আর তুমি তো কোন ছাড়
বরং শান্ত হয়ে বসে
লক্ষ্য করো ওদের আনাগোনা
এক সময় না এক সময়
ঠিক বড়শীতে গাঁথবেই।