বিকিয়েছে যে ক্ষত নিলামে
কিনেছি তা চড়া দামে
রেখেছি পাঁজরের খাপে
গোপন মনের খামে।


হয়ত বা লেখার খাতায়
আপনমনে আঁকিবুকি
যেদিন গেছে কি সত্যি গেছে
কিছুই কি আর নেই বাকী।


জমা ছিল যত কথা
সব কথা হয়েছে কি বলা?
না হয় জমা থাক
শুনব নতুন ভোরবেলা।


আসলে আমি জিতেই গেছি
কেঁড়েছি তোর ক্ষত
ভুলে যা যত স্মৃতিকথা
বাঁচ নিজের মতো।