সে ছিল আমার চরম শত্রু
দিনের পর দিন
পরস্পরকে করেছি অভিসম্পাত
করেছি পরস্পরের মৃত্যুকামনা।
কিন্ত্ত সত‍্যিই যেদিন
তার মৃত্যু হল
থমকে গেছি
বুঝে উঠতে পারিনি
আমার আনন্দ করা উচিৎ
না শোক।
সংস্কারে পালন করেছি
যাবতীয় নিয়ম।
নাকি আমি ভয় পেয়েছি
অজানা আশঙ্কায়।
সত্যিই কী কিছু থাকে
মৃত্যুর পর?
সত্যিই কী থাকে পরলোক?
সত্যিই কী বেঁচে থাকে শত্রুতা?
নাকি মৃত্যু ভুলিয়ে দেয়
যাবতীয় শত্রুতা
মুছিয়ে দেয় সব ক্ষত।
আমি তো কোনো মহাপুরুষ
নই,
যে শোক ক্রোধ অভিমান
সহজে জয় করবো।
তবুও কেন আমি আনন্দিত
হই না
উল্লসিত হই না শত্রু নিধনে
আসলে আমরা সবাই
ভয় পাই
যতটা না শত্রুকে
মৃত্যুকে তারও বেশি।