প্রতি বৈশাখে
তোমাকে নতুন করে পাই
পাড়ার জলসায় রবীন্দ্র সন্ধ্যায়
রীড ভেঙে যাওয়া হারমোনিয়ামে,আমার সোনার হরিণ চাই আর বীরপুরুষের ছুটিয়ে যাওয়া ঘোড়ায়।
প্রতি বৈশাখে
তোমাকে নতুন করে পাই
মিনির প্রথম পড়া শাড়িতে চন্ডালিকার বেশে।
প্রতি বৈশাখে
তোমাকে নতুন করে পাই
রবীন্দ্রসদনের ভাবগম্ভীর সন্ধ্যায়, ইনটালুকচুয়ালদের তাসের দেশে।
প্রতি বৈশাখে
তোমাকে নতুন করে পাই
এফ এমের বকবকানির মাঝে গলা খাদে নামানো গম্ভীর রবীন্দ্রসংগীতে।
প্রতি বৈশাখে
তোমাকে নতুন করে পাই
কলেজ স্ট্রীটের বই পাড়ায়
রচনাবলীর ডিসকাউন্টে।
প্রতি বৈশাখে
তোমাকে নতুন করে পাই
ছোট নদীর আকাবাকা জলে আর অমলের খোলা জানালার ধারে।
নতুন করে চাওয়া আর নতুন করে পাওয়া
চির নূতনের দেয় ডাক


আজ ২৫শে বৈশাখ।।