গলির মোড়ে দাঁড়িয়ে থাকা
যদি মেলে তার দেখা
সিগারেটে টান মেরে
না দেখার ভান করে
বলি বেড়োনোটা সার্থক।


বনবন সাইকেলে
আলতো চোখ মেলে
এ গলি সে গলি ঘুরে
সারা বিকেল জুড়ে
যদি আসে বারান্দায়।


মুখস্থ  সময়
কখন কোথায় যায়
হয়তো মনের ভুলে
যদি বা চোখ মেলে
প্রতিদিন সেই আশায়।


অপেক্ষায় উপেক্ষায়
দিন কেটে যায়
আসবে কি কোনোদিন
সে স্বপ্ন রঙিন
ঘিরে রাখে বিষন্নতা।


কতবার মুখোমুখি
নির্জনে একাকী
তবুও হয়না বলা
এক সাথে পথ চলা
হরিয়েছে সে দিন কবেই।


ফেলে আসা কিশোর বেলার
স্বপ্ন দুই চোখে
কেমন আছো চেনা তারা
মনে পড়ে আমাকে?
সত্যি সবই গেছো ভুলে


ভাবিনি তোমার সাথে দেখা হবে কোনো দিন।কিন্তু দেখা হয়ে গেল সেদিন আচমকাই।একেবারে মুখোমুখি।খুব একটা বদলাওনি।শুধু বয়সের ছাপ পড়েছে।একবার দেখেই চেনা যায়।আজও কোনো কথা হয়নি। নাই বা হলো।বরাবর এর মতই তোমার পথ অন্যদিকে।