আমাদের টালিচালের বাড়িতে
সান্টা আসেনি কোনদিন।
আমার অনেক বন্ধুর
বাড়িতেই সান্টা আসতো
নিয়ম করে প্রতিবছর,
উপহার দিয়ে যেত নানারকম।
কৌতূহল নিয়ে
শুনতাম সেই গল্প।
মনে মনে রাগ হতো।
ভাবতাম সান্টা ভালোনা একটুও
আমাদের স্কুলে সেবার
বড়দিনের জন্যে
সাজানো হয়েছিল।
পেনের কালি ছিটিয়ে ছিলাম
সান্টার গায়ে।
হেডস্যার ডেকে পাঠিয়ে ছিলেন।
আমি বলেছিলাম
সান্টা ভালো নয়।
সে শুধু ভালো বাড়িতে যায়।
সেদিন স‍্যার আমায় বকেননি।
বলেছিলেন
সে একদিন ঠিক আসবে।
সেদিন সান্টা এসেছিল স্বপ্নে।
আমার বাবার  কারখানায়
তখন লক আউট চলছে।
লুকিয়ে মাকে কাঁদতে দেখতাম।
সেদিন সান্টাকে বলেছিলাম
আমার উপহার চাইনা
বাবার কারখানা খুলে দাও
সত্যিই কদিন পরে
বাবার কারখানা খুলেছিল।
স‍্যার কে বলেছিলাম সেকথা।
তিনি আমার মাথায়
হাত রেখেছিলেন।
আজও কোথাও
সান্টা কে দেখলে
মনে মনে বলি
সান্টা তুমি এসো
সব বাড়িতেই।
তোমার অপেক্ষায় থাকে
অনেক টালিচাল বাড়ি।