একে একে ফিরে গেছে সবাই
খানিক আগেও ছিল
শত লোকের ভিড়
এখন নিস্তব্ধ।
প্রতিমা যাবার পর
ফাঁকা মন্ডপে
একা প্রদীপের শিখার মতন
অপেক্ষায় আমি।
জানি কেউ আসবেনা
আর কোনদিন
চলে গেছে সব সম্পর্ক
শীতঘুমে।
আমারও
বড় শীত পায় আজকাল
কেটে যায় বেলা
একটু আগুনের অপেক্ষায়।
সিড়ি ভাঙা অঙ্কের মতন
শেষ ধাপে গিয়ে
যদি না মেলে উত্তর।
শুধরাতে যাবতীয় ভূল
সময় থাকতে,
মনে হয়
শুরু হোক শুরু থেকে।