( প্রেক্ষাপট - অপেক্ষা করছি আমার appointment er)


টিম টিম করে জ্বলছে
                    ক্ষুদ্র আলো কণা।
এক কোণে অপেক্ষারত আমি,
স্মৃতি ঘেঁটে চলি
      সময় কে ছোবল মেরে
                           তুলে বিষ ফণা ।


ভারী আওয়াজ ভেসে আসে থেমে থেমে,
        কিছুটা চেপে যায় দরজার ওপারে,
আমি থাকি অপেক্ষায়,
                   আমাকেও কিছু বলতে পারে?


তবে বলুক না ছাই বলুক,
                            আমি শুণবই।
সময় কাঁপে যন্ত্রণায়
     বিষ ঢেলেছি অবশ্যই।


অথচ ক্ষুদ্র আলোকনা
           দেখিনা ওর বিষ ফণা,
সময়েরও তোয়াক্কা করেনা,
শুধু টিম টিম করে জ্বলে।


ওকি তবে নির্বিষ, নাকি মৃত
       এবং চিতার আগুনে আদৃত?


সে যাই হোক,
       আমার কিন্তু বিষ আছে,
                  রয়েছে কঠিন প্রাণ।
তাই সময় এখন মৃত,
        আমি নাহোয় চিতার আগুনেই করি স্নান।।