এই তো বেশ ভালোই আছি,
        দিব্যি সুখে, ঋণের দায়ে,
খোশ মেজাজি স্বভাব টা,
      কখনো কি আমায় ছাড়ে?
বিবেক , বুদ্ধি ,বিসর্জ নে ,
     সত্যি আজ ভালোই লাগে ।
ভবিষ্যতের স্বপ্ন গুলো,
ছোট্ট করে বাক্সে পুরে,
ভাসিয়েছি গঙ্গা জলে ৷  
দিন তো যায় দিনের মত,
      আমি থাকি সান্ত্বনা,
এমন ভালো 'বেকার ' হওয়া
          আমায় তো ভালোই লাগে ।
দেশের রাজা, দশের রাজার ,
          প্রতিশ্রুতি হাজার হাজার,  
ইচ্ছা তো আমার বেকার হওয়ার,
      চাকরির -ই বা কি দরকার ।
ফাটল তবু হৃদয় কোণে ,
      রাত্রি শেষে অশ্রু জমে,
বাবা মায়ের মুখের হাসি ,
       দেখা হবে না কি, এই  জীবনে?  
আশার আলো অনেক ক্ষীণ,
    বুক ফেটে যায় অপেক্ষাতে ,
প্রেমিকার ও বিয়োগ হয়,
    ' বেকার ' নামক অভিশাপে ।
অভিনয়ে ও বড়ই পটু ,,
   হাজার দুঃখ রেখে ,
'ভালো আছি' বলতে পারি ,
      শুকনো হাসি মুখে ।
তবু প্রশ্নে আমি জর্জরিত ,
         শিহরিত ভিতর থেকে ,
মৃত্যু তো কবেই হয়েছে,  
       বেঁচে আছি জিন্দা লাশ ।।