শুনেছি স্বর্গ পুরী রাজ্য আছে, সেখানে নাকি দেবতা থাকে ,
তারা নাকি অজেয় অমর, অসুখ বি সুখ বারণ রাখে।  
কেমন করে , তারা এমন জরা হীন,শরীর পেলো?  
অমৃত নামক জিনিস খেয়েই তারা নাকি এমন হলো।  
এমন যিনি দেবী আছেন, পৃথ্বী মাঝে তাহার বাস,
জরা যুক্ত শরীর নিয়েও হয় নি তার সর্বনাশ।
বাড়িয়ে গেছেন সভ্যতা, বিকাশ বুদ্ধি  নম্রতা,
প্রথম শিক্ষা, তারই দেওয়া  ভাবনা হোক কিংবা বাধ্যতা।
স্নেহ, মায়া তারই সৃষ্টি, যুক্তি যেথায় হার মানে,
তার  ব্যাখ্যা অসম্ভব ,শব্দ সংযোগ  ফিকে পরে
মানুষ কেন পশু পক্ষী, সবাই তারই বাধ্য রয়,
প্রতি জাতির তিনিই সৃষ্টি, তিনি  ছাড়া কেউই নয়।
মন্দিরে, কিংবা মসজিদে তার নেইকো কোনো স্থান,
উপস্থিতি তার সব সবখানেতেই, প্রতি ঘরেই বিদ্যমান।
নাম শুনলে ভগবান ও মাথা নোয়ায় রবে
এমন দেবী কবে তার অমৃত  প্রাপ্ত হবে?