অবহেলা কাকে করো?
             নিরীহ নয় সে,  
সেও জানে গর্জাতে,
       সহ্য টা  পেরোলে ।
নারী মানে লোভ নয়,  
         বোঝাবার দিন আজ,
সেও কারো মা বোন ,
      সৃষ্টির কবিরাজ ।
কন্যা যে চাই না ,
        এ কেমন  কথা শোনো  
তবুও বধূ চাই সংসারী ,
       কেমনে তা  হবে বলো।
শক্তির পূজা করো,  
       মা বলে ডাকো তাকে,
তবু কেন সমাজে ,
    অবহেলা তারা পাবে?
মুক্ত করো আজ,
       বাঁধো নাকো শাসনে
সৃষ্টি যে তার হাতে,
      সম্মান করো তাকে।