ভেঙেছ বার বার,  শতবার  তবুও ভিতরে দৃঢ় আমি, দণ্ড,  
বিশ্বাস ভেঙ্গে তুমি,  
দেখিয়েছো  রঙ্গ  ।  
আরো যদি  ভেঙ্গে দাও , চূর্ণ করো সব,
গড়বো তোমারই সামনে, তুমি রহিবে নীরব।
সম, মম প্রাণ দুঃখ যদি দাও,
বিনিময়ে মলিন হাসি পাবে, যদি তুমি নাও ।
আলো নিভিয়ে, যদি প্রাণ চাও ,  শেষে
নিয়ে, নিও প্রাণ তবে, আমার শুরু হবে, নতুন দেশে,
তবে জেনো, আমি দিয়াছি তোমায় সর্বশ্রেষ্ঠ দান ,
তোমার দুনিয়ায়,   আমি সর্বশক্তিমান,