তুমি কি জানো?  
তোমাকে ছাড়া, একবিন্দু সময়
যেন শত শতাব্দী হয়  পার
তখন ই সব থেকে বেশি দেখা হয়,
যখন সুযোগ হয়  না দেখার ।
নক্ষত্র মণ্ডলী নীরবে ডুব দেয় চিন্তা সাগরে,
মেঘলা আকাশ, নোনা বর্ষণে রাজি হয় ।
তুমি কি জানো ?  
তোমার নির্ভেজাল প্রেমে আমি অবিরত মগ্ন ,
মন প্রাণ সব জুড়ায় ,প্রেম প্রেম পায় চিত্ত।
এক লহমায় আমি একরাশ পূর্ণতা পাই
প্রাপ্তি পূরণ হয়, সমুদ্রে ভরাডুবি হই। ।
তুমি কি জানো ?
এ শহরে আমার চেয়ে বড় প্রেমিক  নেই
দুচোখে আমার, তোমার' ই প্রাপ্তি শুধু রয়ে গেছে ,  
সব  নিলাম করে দিতে পারি,
শুধু তোমাকে পাওয়ার লোভে।