আমার অপলাতক মন।
আমিতো পালিয়েই থাকি
তুই ডানে হাঁটলে, আমি বাঁয়ে হেঁটে যাই
তুই সূর্যের ঝিলিক হতে চাইলে, আমি যোজন-যোজন দূরের-
অন্ধকার গ্রহ বনে যাই।
তোর হরবোলা চোখের প্রতিধ্বনি, আর আমার নিঃষ্প্রভ প্রতিচ্ছায়া
তোর তীর্থগামী অলিখিত অভিমন্যুর পশ্চাতে-
আমি পালিয়েই আছি।


বিশ্বাস কর, অপলাতক মন পালাতে পারেনি।


মনের ক্রিয়ায় যেসব ঘূর্ণন-
চন্দ্রদ্বয় বনাম সূর্যাস্ত, সূর্যাস্ত বনা চন্দ্রদ্বয়
ঘুরে ফিরে তোর বৃত্তেই সমাপ্ত।


সে পারেনি পালাতে আজো!