আঙুলের আতশবাজী আলীর সুড়ঙ্গে, আর খাঁ-বাড়ীতে হেমন্ত!
ডিমে গ্লিসারিন মুড়িয়ে-
তোমার শরীরে আমার একলা আঁচল।
ভেবোনা, আমি মেঘে মেঘে আসছি…
তুমি সমুদ্রের গা ছুয়েই থেকো।


দূর পাগলী, ভাতে ভয় কেন?


আমি সমুদ্রে যাইনা…
আমি মধুপুর চত্ত্বরেই রাত খেতে খেতে তারা হই;
যুগান্তর ট্রাভেলে একটু ঘুমিয়ে নেই
সবুজ বাতি অবশ্য একটু বেয়াদব,
যেহেতু সে-
কারো রক্তজবার কারণ।