সংগোপনে বারে বারে তোমার স্মৃতি প্রতিক্ষণে জাগে মনে
তুমি ছিলে লাস্য ও হাস্য ময়ী,
তুমি ছিলে মমতা ময়ী,
বেদনার নীল খামে জমে থাকা ভালবাসা তোমায়-
দিয়ে ছিলাম অনেক আগে ।
সেই সাথে তুলির আচরে রাঙ্গিয়ে ছিলাম তোমার দুটি ঠোঁট
অমানিষার ঘোর অন্ধকারে হারাতে দেবনা তোমার চাহনি
হাড়াতে দেবনা যদি কোন দিন
না ফেরার দেশে চলে যাও  গোপনে ।
জানি তুমি নতুন করে আসবে অস্পরার রুপ নিয়ে
আমার এই ভাঙ্গা পিঞ্জরে
আমার সমস্ত সত্বা ও  ভালবাসা
জড়িয়ে আছে তোমাকে ঘিরে
তমালিকা,পিয়াল আর শালবনে
কত নাম না জানা পাখি তোমার নামে ডাকে
তাইতো আজো আছি তোমার প্রতিক্ষায়
প্রহরির মত দাড়িয়ে নিশিতে আমার দ্বারে ।