চাঁদের আলোয় ফুটছিলো যে
প্রিয় ঝিঙে ফুল,
ফুলের মাঝে বসত করে
বিদ্রোহী নজরুল।
বাজায় সে যে বিষের বাঁশি
সবার মুখে হাসি,
ইচ্ছে করে নজরুলের
কাব্য গাঁথায় ভাসি।
ছড়া- কবিতা,গদ্যে পদ্যে
ছড়ায় ফুলের ঘ্রাণ,
নজরুলের ছড়া পড়লে আমার
ভরে ওঠে প্রাণ।
অত্যাচারের কপাট ভেঙে
দাড়ায় সে যে রুখে,
রাজবন্দীর জবানবন্দী
শক্তি আনে বুকে।
প্রজাপতির পরশ পেয়ে
হাসল বনের ফুল,
সেই ফুল হলো মোদের
বিদ্রোহী নজরুল।