দ্যাখো সমস্ত আকাশের আলো আজ
কে যেন দিয়েছে একসাথে জ্বেলে, প্রকৃতির নবসাজ!
বাসন্তী হাওয়া বয় মন্থর বেগে।
আলোর আকাশ বর্ণিল মেঘে মেঘে
আঁকিবুঁকি করে খেয়ালি চিত্রপট।
ভুলে যাও ভয়, সকল হতাশা, সমস্ত সংকট।
খোঁপা খুলে ফ্যালো হাওয়ার আবেগে, সরুঠোঁট খুলে হাসো।
জীবন এখানে স্বস্তির আর সাময়িক অবকাশও।
বৃষ্টি নামবে এখনি হয়তো, আকাশের মুখ ভার।
বিজলী'র আলোয় ঘোচাও সকল অলীক অন্ধকার।
দ্যাখো দুরন্ত হাওয়ার ঝাপটা ছুটে আসে চোখে-মুখে।
প্রতিটি বৃষ্টিফোঁটার স্পর্শ অনুভব করো সুখে।
শোনো সশব্দ বাতাসের গান, দ্যাখো সমস্ত আলো
কে যেন দিয়েছে একসাথে জ্বেলে, বিদ্যুৎ চমকালো!


১৬-০৪-২০১৯, দিবাগত রাত