কফি হাতে সন্ধ্যায় ব্যালকনি জুড়ে তুমি
যতবার হেঁটেছো,
আঙুলের নখগুলো আনমনে যতবার
দাঁত দিয়ে কেটেছো,
যতবার খোঁপা খুলে মোলায়েম চুলগুলি
উড়িয়েছ হিম হিম হাওয়াতে,
ততবার আমি এক চিরকুট পাঠিয়েছি
তোমার ঐ চাহনির দাওয়াতে।
যতবার গান শুনে গুন-গুনে মিলিয়েছ গলাতে,
ততবার থেমে গেছি, পিছে ফিরি প্রতি পথ চলাতে।
হৃদয়ের ঢিপঢিপ শব্দের তালে তালে
হেঁটে যাও হৃদয়ের প্রদেশে।
যেমন মেঘেরা যায় একা এক
পাহাড়ের গা ঘেঁষে।


- ৩০/১১/২০১৯, দিবাগত রাত