কৃষক এবার কাস্তে ওঠাও, অনেক পতিত জমি
তব সম্মুখে পড়ে আছে দেখো; হও আরো সংযমী।
রৌদ্রদগ্ধ দেহের প্রতিটি বিন্দু বিন্দু ঘাম,
জ্বলজ্বল করে ঘোষণা দিচ্ছে বিজয়ীর সংগ্রাম।
জানি বৈশাখী ঝড়ের কবলে পড়েছে তোমার ক্ষেত,
শ্রাবণে ক্ষুব্ধ মেঘেরা দিচ্ছে প্রলয়ের সংকেত,
জানি চৈত্রের সূর্য শাসায় ভীষণ অগ্নিচোখে,
তবুও বাঁচাও চোখের কোটরে জমে থাকা স্বপ্নকে।
কর্ষণ করো অবাধ্য মাটি, ফাটলে ছিটাও জল।
জানি তোমার ঐ কাদায় ডোবানো রক্তাভ করতল
আহত হয়েছে বারবার তবু কখনো মানেনি হার।
তোমার আগামী ক্ষেতজুড়ে দেখি ফসলের সমাহার।


- ১৪/১১/২০১৯