স্বাধীনতা আমি পারিনি তোমার মূল্য ধরিয়া রাখিতে।
অনেক টাকায় কিনিয়া তোমারে বেঁচেছি নেহাত ফাঁকিতে!


স্বাধীনতা আমি তিরিশ লক্ষ শহীদের অভিশাপ
বক্ষে ধরিয়া প্রত্যহ করি নিত্য-নতুন পাপ।


স্বাধীনতা আমি এখনো পারিনি মায়ের অশ্রু মুছিতে।
এখনো পারিনি অকাল বিধবা বোনের দুঃখ ঘুচিতে।


স্বাধীনতা আমি এখনো পারিনি ভাইয়ের মৃত্যু ভুলিতে -
সেই বাহান্নে প্রাণ দিলো যাঁরা উগ্র-সেনার গুলিতে।


স্বাধীনতা আমি করিতে পারিনি সহযোদ্ধার
লাশের দাফন -
অর্থের ক্লেশ, দীনতার তোড়ে, জোটেনি তাহার
সফেদ কাফন।


স্বাধীনতা আমি কাড়িতে পারিনি ঘাতকের
হানা-অস্ত্র।
এখনো আমার সামনে হতেছে রমণীরা বিবস্ত্র!


ভাঙিতে পারিনি স্বাধীনতা আমি অশুভ'র
কালো হাত।
আমার সামনে এখনো ভাসিছে পঁচিশের
কালো রাত।


স্বাধীনতা এই বাংলার বুকে এখনো থামেনি দাঙা।
এখনো ভায়ের, মায়ের রক্তে সড়ক হতেছে রাঙা।


স্বাধীনতা আমি এখনো পারিনি আমার আমিকে চিনিতে।
এখনো পারিনি বীরের রক্তে সত্য-সততা কিনিতে।


স্বাধীনতা আমি ভুলেই গিয়েছি ছিলেম মুক্তিসেনা!
ভুলিতে বসেছি সোনা-ফলা মাটি কত দাম দিয়ে কেনা!