আমরা দেখেছি উত্তাল দিন, অবিরাম সংঘর্ষ।
আমরা চেয়েছি মানুষের হোক নিখিল ভারতবর্ষ।
সাতচল্লিশে মৃত্যু দেখেছি, দেখেছি একাত্তরে।
এখনো দেখছি নির্দোষ প্রাণ রাস্তায় আছে মরে।
ধর্ম এখানে গৌণ ভীষণ, অধর্ম করে ত্রাস।
রামরূপধারী ভন্ডের মাঝে রাবণের বসবাস।
এখানে এখনো মানুষের খুনে লাল হয় রাজপথ।
শাসকের নামে দস্যুর পাল ছুঁড়ে ফেলে জনমত।
আমরা বলছি মরছে মানুষ, নিষ্পাপ মৃত প্রাণ।
ওরা সহজেই ভাগ করে ফেলে - হিন্দু-মুসলমান!
ধর্ম শেখায় মহানুভবতা, মানবিক মহত্ব।
ধর্ম কখনো করেনা কোথাও ঘৃণার আধিপত্য।
হিংসার আগুন জ্বলছে ভারতে, সাম্প্রদায়িক শিখা
দাউ দাউ করে দহন করছে; বীভৎস বীভিষিকা।
জ্বলে মসজিদ, ধর্মগ্রন্থ, ঈশ্বর দেখে সব।
দেবতার নামে অসুরের দল করে চলে তান্ডব।


দেখো ঈশ্বর তোমার মানুষ মাথা ঠুকে মরে মন্দিরে।
মসজিদে দেখো ভোরের আজান দিচ্ছে ইমাম বুক চিরে।
ঈশ্বর আছে আমাদের মনে, দ্রোহে, দুঃখে, চেতনে।
ঈশ্বরহারা মানুষেরা আজ দূর্বিষহ দিন গোণে।


* 'প্রভাতফেরী' পত্রিকায় পূর্বপ্রকাশিত।


১৫-০৩-২০২০, রাত