সকাল গড়িয়ে এখন সন্ধ্যায় আত্মহুতি।
কাঁন্নার আওয়াজ শুনা যাচ্ছে নব জন্ম নেয়ার মতন গভীর রাতের।
ভাবছি অনেকেই হয়তো ঘুমের বাসর সাজাচ্ছে এতক্ষণে।
কিন্তু ,আমি ?আমার কেবল রাত শুরু !
রাত এলেই অনেকেই তার সঙ্গিনীর ব্লাউজের হুক খুলে।
আর আমি !আমি খুলি কষ্টের।
আমি কষ্টের বয়স জানি।
কষ্টের নগ্নতা জানি।
জানি সুখ স্তনে কামড় দেয়া ব্যথার ভারী।