দাসত্বের শিকল অভ্যাস হয়ে গেছে  আমাদের।
যৌবনে যুদ্ধে যাওয়ার সময় নেই যুবকের। ভুল প্রমাণ হয়েছে হেলাল হাফিজ।
ভুল প্রমাণ হয়েছে বাঙালির বীর খেতাব।
স্বাধীনতা শব্দটি এখন মুখরোচক অর্জন মাত্র।
গণতন্ত্রের নামে বিভেদ সৃষ্টি হয়েছে ৭২ এর পরেই।
সংবিধান হয়ে গেছে পেন্সিল কাব্য, যখন খুশি মুছে লিখা যায়।
বিচার বিভাগ বনে গেছে জীবন্ত পুতুল ।
নিরাপত্তারক্ষীরা হয়ে গেছে রিমোট রোবট।
বাকস্বাধীনতা আটকে গেছে কনডম সেলে ।
চাকচিক্যের এ্যকিউরিয়ামের জীবন বিলাস করছে মুখ থুবড়ে পরা লেজ গুটানো সমাজ।
কানার হাট বাজার হয়ে আছে শিক্ষাখাত।
নিত্যপ্রয়োজনীয় পণ্যে সিন্ডিকেট মেরে দিচ্ছে সোনার সিল মোহর।
মানুষ করোনার চেয়ে শক্তিশালী হয়ে গেছে নেতার পা চেটে।


এইখানে কেবল শুক্রবারের এক ওয়াক্তের সভাপতি ইমাম বদলায় মাস গেলেই।
সভাপতির ছয় তলা ভবন দাঁড়িয়ে গেলেও শেষ হয় না মসজিদের নিচতলার কাজ।
এইখানে জনগণের চেতনা নিঃস্তেজ হয়ে গেছে বেহেস্তেতে বসবাস করায়।


  [১৫ ই আগস্ট ২০২৩]