গেটের বাইরে ভিখারী, পেটে অনেক ক্ষুধা তার,
থাকুক ভিখারী,আমার জন্য ভিখারী না, ভিখারীর খোঁজ দেবতার।
পূজারী আরও বলে মন্দির আমার একার ,দেবতা তো আমার একার না,
যার ক্ষুধা সে এই মন্দিরে কেন, দেবতার কাছে তার অন্ন চেয়ে যদি পায় তাহলে চেয়ে নিক না।
যে প্রসাদ জুটেছে তাহা ঢের দুদিন আমার ভোজন , আমার এই মন্দিরের কৃপা,
লাগাও গেট,ঝুলুক তালা যে খায়নি সে না খেয়েই মরুক, তাতে আমি পূজারীর কিবা !


25-04-21