অপ্রাপ্ত প্রেমের হাত ধরে তরতর করে বেড়ে উঠেছিল কবিতা ।
এরপর ফেব্রুয়ারীর সাদা কালোতে ঝিমিয়ে গেছে সে দিনগুলি।
যেন মৃত্যু ঘটেছে হঠাৎ সে কবিতা লেখা প্রহসনের।
ডাইরীর পাতাগুলো পরিপূর্ণ না হতেই ছিড়ে টুকরো টুকরো হয়েছে বারংবার।
জাগতিক খরায় প্রাণ হারিয়েছে ছন্দ, তাল , লয়।
এখন আর কবিতা আসে না।আসেনা কবিত্ব।
বাস্তবতা মূর্খের মত গ্রাস করে নিয়েছে আমার চারিপাশ।
নিম্নগামী হয়েছে ভাষার প্রাণচঞ্চলতা,রসকষ, সংলাপ,মাধুর্যতা আর সারাংশ ।
আবেগগুলোর দাফন হয়েছে চলে যাওয়া প্রেমিকার বাম বুক পাঁজরে।
চোখের জলে ভেসে গেছে কিছু অমিমাংসিত রাতের নিদ্রা।
বিনিয়োগকৃত সময়গুলোর আত্মচিৎকারই কেবল আজ, আমার লেখার স্মৃতির বিদ্যাপিঠ।
ভালো থেকো কবিতা।ভালো থেকো.......।