নিদ্রাহীনতায় যে রাতের প্রাত, নির্ঘুম প্রভাত নিয়ে অাসে
সে দুর্বিসহ রাত ও কাক ভেজা প্রভাত ফেরী-
কেবল আমার একার নয়,
সে রাত আমি কষ্টকেও উৎসর্গ করে দিলাম ...।


যে স্বপ্নে আকাঙ্খাগুলো তোমাকে পাবার আশায় হতাশায় ভোগে ,
সে স্বপ্নের পাঁজর ভাঙ্গা কষ্টগুলো কেবল একা অামার নয়,
অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নকেও উৎসর্গ করে দিলাম ।


যে প্রহর গুলো আমার, তোমাকে ভেবেও পায় না কাছে-
সে প্রহরের বেদনা কেবল আমার একার নয়,
সে জ্বালাময়ী না পাওয়ার বেদনা আমি,একাকীত্বকেও উৎসর্গ করে দিলাম ।


যে খেয়ালে তোমার স্মৃতি আমাতে এসে কাঁন্নার উপক্রম হয়ে ওঠে-
সে খেয়ালের সমবেদনা কেবল আমার একার নয়,
সে অশ্রু অনলের ঝরা মূহুর্তটুকু আমি যন্ত্রণা কেও উৎসর্গ করে দিলাম ।


তোমার স্পর্শে বিলীন হবার জন্য , আমার যে তারুণ্যের যৌবন উতলা হয়ে উন্মাদ থাকে প্রায়,
সে ব্যাকুল লোমহর্ষক শিহরণের আকুলতা কেবল একা আমার নয়,
তা,করুণ আর্তনাদে নিঃস্ব নিঃসঙ্গকেও উৎসর্গ করে দিলাম।


আমার যে ছন্দ-চরণ তোমার ভালোবাসায় নিবেদিত হয়ে বিরহের কবিতা হয় ,
সে বিস্বাদময় কবিতাগুলি কেবল ইতিহাসের সাক্ষীকে নয়
মহাকালের মহা রক্ত রোদন বেদনার রোশানলেকে উৎসর্গ করে দিলাম ।


#রবিদা
04-11-17