বুকের খাঁচায় বন্দি পাখি
লোক চক্ষুর আড়ালে রাখি।


ওই পাখিরে যায় না দেখা
ছেড়েও যায় না থাকা।


পুষতে পারি নিজের মত
করতে পারি আদর যত।


হয়না কারো হিংসা তাতে
রাখি যদিও ভাতের পাতে।


হয় না ভয় হারিয়ে ফেলার
হয় না  ভয় একলা চলার।


দেয়না হুমকি চলে যাবার
ঢেউ আসেনা দুঃখ পাবার।


ইচ্ছে যত আদর পারি
ইচ্ছে যত খোলা আকাশ ছাড়ি।


■ ০৭-০৬-২১
নারায়ণগঞ্জ