পতিতার বাজারে পথিক কারা ?
পতিতা হবার পিছনে ,
কে বা কারা, দূর্বল পৌরষ্যত্বের আত্ম যৌবন হারা ?


কে হেঁটে যায় পতিতার দ্বারে ?
কে খর্ব করে যৌবন বারে বারে?
কে অহমিকা দেখায় ছ'ইঞ্চি কামান দন্ডের অহংকারে?


কার পদার্পণ আগে ঐ ভদ্র পল্লিতে ?
কে সাধু সাজে প্রদীপ নিভিয়ে ঐ কলঙ্কের রাতে?
কেন পতিতার দীর্ঘ ঠাঁই ঐ ভদ্র পাড়াতে?


কাদের জন্য আজ তারা ললনা ?
পুতুলের মত যেমনে নাচাও তেমনি  নাচে করে ছলনা !
কাদের পার্থক্যে এরা পতিতা "৭১"এ ওরা বিরাঙ্গনা ?


কারা আজ তাদের পতিতা বলি ?
কারাই বা মাংসলোভে বিবেকত্ব দেই জলাঞ্জলি ?
কে তাহলে দিয়ে আসে রোজ পতিতা পাড়ায় পদধূলি ?


কার যৌবন লীলা খেলা আগে হারায় ?
কার পশুত্ব আগে জাগ্রত হয় ক্ষণিক মোহনায় ?
কে বা কারা আগে থাবা মেরে দু-হাত বাড়ায় ?


কার ভয়ঙ্কর রঞ্জিত চোখ ছিল তণুর দিকে ?
কার ধারালো নকের আঁচড়ে বুকে দাগ কাটে পাঁচ- -             --বছরের পূজাকে ?
বন্য হিংস্রতায় কারা নারীদের রেখেছে নির্লজ্জতার  বিপাকে ?


অবুঝ বুয়া(কাজের মেয়ে) শালীনতা হানীর শিকার -
কার কামনা বাসনার দ্বোর গোড়ায় ?
কার লোভ লালশার যন্ত্রণ জ্বালায় নিজেকে কলঙ্ক মুক্ত করতে ;
মরিয়ামরা তার নিজের দেহকে পুড়ায় ?
কে বা কারা লোক চক্ষুর আড়ালে তাদের সম্ভ্রম খুঁড়ে খুঁড়ে খায় ?


এই মুখোশ ধারি ভদ্র সাহেবরা কারা ?
কাদের কূ-কর্মে জাতী আজ ধিক্কারে নিজেকে দিচ্ছে নাড়া ?
কে এই রাঘোব বোয়ালের দল ?
আমরা নর নারীর বিচারহীনতায় কেন আজ দিশেহারা ?


যে ওড়নায় নারীরা তা সম্ভ্রম আড়ালে ঢাকে,
সেই ওড়নাই কেন ছাত্রীর মৃত্যু ডাকে ?
কারা এতে নিত্য মাতে ?
কে বা কারা এসবে নিত্য নতুন সাহস রাখে ?


কারা এমন নর পিশাচের দল ?
নগ্নতায় মগ্ন হয়ে কারা তারা ?
কেন উলঙ্গ যৌবনে তাদের ঘোরা ফেরা ?
তবে কি !! পতিতার বাজারে, ধর্ষকরাই সেরা ??


                                         ১৮-০৫-১৭
                             ---- রবিউল ইসলাম রাব্বি
                                -----ফতুল্লা নারায়নগঞ্জ