সে মগ্ন ছিল আঁধারের অন্ধ খেলায়,
কৌতহলে ডুবে ডুবে খুব দূরদেশ তেপান্তর ভেসে ভেসে যায়।
সে মগ্ন ছিল নষ্ট খেয়ালের অবাধ্য পিঠে
যেখানে প্রতারীত স্মৃতিরা রোজ এখনো কেঁদে কেঁদে ওঠে ।
সে মগ্ন ছিল ভ্রান্ত পথের ওষ্ঠে ওষ্ঠ এঁকে ভ্রষ্ট চালিকায়,
সেখানে যৌবন আঙুল গলে নোংড়ামী আর তিলে তিলে দীর্ঘ সম্পর্কের পরাজয়।
সে মনের জানালা খোলা রেখে দেহটা সর্বজনীন যেখানে সেখানে বিলায়
সে অবাধ্য ছিল আর মগ্ন ছিল নারকীয় পরকীয়ায়।


06-06-18
রাত 11:45