স্বপ্ন কে না দেখে
আমিও দেখি
প্রতিদিন দেখি -প্রায় নয়
নয় ঘুমের ঘোরেও নয়
স্বপ্ন দেখি জেগে জেগেই,
স্বপ্ন দেখি মেঘলা সব পড়ন্তু বিকেলেই ।


আর দশজনে স্বপ্ন দেখে আকাশ কুসুম
স্বপ্নের ঘোরেই রাজপুত সাজে
সাজে পরী কেউবা রাজ কণ্যা
চোখে নিয়ে অবাস্তবিক ভেজা পারদের ঘুম।


কেউবা দেখে মালিক হবে শত অট্টালিকা দালানের
কেউবা বিমান চালায়
কেউ হেলিকপ্টার
কেউবা সপ্ন দেখে হবে
মন্ত্রী মিনিষ্টার
কেউবা সপ্ন দেখে
মালিক মালিক হবে
চার চাকার ।


আর আমি
স্বপ্ন দেখি গরীব দুখির
পাশে দাঁড়াবার,
সপ্ন দেখি
সবার মুখে হাসি ফোটাবার ।
তাই রোজ সপ্ন গুলোকে কষ্টের চাদরে ঢেকে রাখি
কষ্টের আদলে দুখের পরশে
বাস্তবিক সত্য সম্বলিত সপ্ন গুলোকে মনে লালন করেই
বেঁচে থাকতে শিখি ।

আমি স্বপ্ন দেখি সুখ হোক
সব কান্না বিজড়িত কণ্ঠের
ভালো যাক ধুলা বালি জড়ানো
সেই সব মানুষের
আহার হীন বস্ত্রহীন
কি করুণ দিন যাপন ?
সঙ্গী যারা নিদ্রাহারা
নৈশ প্রহরী
জল মোছা ঐ পথের ।


আমি স্বপ্ন দেখি
সেই সব বাবা মায়ের,
তারাও সুখে থাক চোখের জল ফেলেই
ছেলে মেয়েকে অফিসার করেও
সঙ্গী ও সদস্য যারা চির অচেনা বৃদ্ধাশ্রমের ।


আমি স্বপ্ন দেখি
শান্তি ফিরে আসুক
স্বাধীন বাংলা জনগণের
অধিকার আদায়ে ফির ফিরে অস্ত্র ধরুক
ফের যুদ্ধ করুন একাত্তরের ।


আমি সপ্ন দেখি...........