অভাব....
তুমি আমার দুয়ারে হঠাৎ!!
দেখে যেন মনে হলো
বিভীষিকা কালো প্রহসনে ভরা
আমাবশ্যার রাত!!


অভাব তুমি মোর ধারে
এভাবে হাত বাড়াবে বুঝতে পারিনি !
তুমি আজ এই ভিখারির দুয়ারে এভাবে ভাঙা প্লেট পাতবে ,
কখন-ই ভাবিনি ?


তোমার আসার বেলা
আমার চারিপাশ যে দুর্ভিক্ষের মেলা বসবে
কভুও ভাবে আসেনি ,
তুমি আসবে জানলে -
সেলাই করে রাখতাম
টাকাভরা পকেটের মুখ খানি ।


তুমি তোমার চাহিদা মেটাতে আসনি,
আমার দুর্দিনে এসেছো কাঁদাতে আমায়
আর পৃথিবীকে জানাতে এসেছ
আমি কত বড় ভিখারিণী।


তুমি মোর পরে ধনী হতে আসনি,
আসনি কখন সচ্ছ্বলতা হয়ে
এসেছো আচলে মুখ ঢেকে;
নিতে পদবী নাম লজ্জাচারণী।


ভাগ্যিস তুই এসেছিস ;
এমন সময়,
যে সময় উপকারি মানুষ চেনা দায়,
দুখী করে আবার চেয়ে আছিস
আমার প্যাঁচা কালো মুখ খানি ,
তুমি যে এভাবে আমার দুয়ারে আসবে খালি হাতে
তা তো কল্পনাও করিনি।


সময় রাত 10: 18
20--07---2016