সব হারিয়ে... নিঃস্ব হয়ে...
চোখের জলে মূল্য দিয়ে...
দুঃখ যদি কিনতে পাওয়া যায়;
মন হারিয়ে...ফের যদি ,
মন পাওয়া যায়;
কারো হৃদয়ের নরম শুর যদি -
নতুন করে হৃদয় কে রাঙায়,
কারো সাথে চোরাবালির -
সঙ্গ দেবার সঙ্গী সাজায়;
কারো দুখে দুখি হয়ে-
বেঁচে থাকার স্বপ্ব বাড়ায়;
তখন....!!
আমার আমি কে আর - কে পায় !!
আমার আমি তো তখন আমাতে নয় !!
হারাবে তখন অন্য নেশায়।।
আমার আমিকে বিলাবো তখন
মায়াবীনীর ফাঁদের মায়ায়।
আমার আমিকে খুঁজবো তখন
নোনা জলের স্মৃতীর ছায়ায়।


২৭-০৯-১৬
উৎসাহ আবির খান আশা