স্বপ্নে রাঙা রঙিন জীবন মোর ;
বাস্তবতা ভিন্ন,
মরিচিকায় পরিপূর্ণ ভূবন মোর;
সফল প্রাপ্তিটা শূণ্য ।


অংকতে কাঁচা আমি
যোগ বিয়োগ মেলাতে পারিনা
অপ্রাপ্তিতে হতাশ আমি
গুন ভাগের নামতা জানিনা।


হালখাতা করবো কি
আয়জনে বিষণ্বতার জল্পনা
আশায়রত মিষ্টিমুখ তিতাক্তই রবে
শুধুই জীবনের বিড়ম্বনা।


শান্তির মা মরে গেছে আমার
কে কি করে দিবে আর শান্তনা
স্বপ্নময় জীবনের স্বপ্নবাজ আমি
শান্তি থাকার স্বপ্নকে আর -
লক্ষ্যের নিশানা হতে ছাড়ছিনা।


স্বপ্নের দ্বোর গোড়ায় যাবই আমিই
পথটাই যতই হোক অচেনা
স্বপ্ন পূরণের প্রত্যাশিত পথিক আমি
সঠিক পথ না নিয়ে আর পিছু হটছিনা ।


19-10-16