"মেয়ে তুমি জানোনা পুরুষ কী জিনিস "
তোমাকে বুকে আগলে রাখতে যতটা দুঃসাহসী ও আবেগী হয়,
অপরদিকে ঠিক ততটাই তোমাকে ঘৃণা করতে বৈরি হৃদয়ে ঠাঁই দিয়ে
তোমার প্রতি আশীবিষে হয় দূর্ভেদ্য দূর্জয়।


"মেয়ে তুমি জানোনা পুরুষ কী জিনিস "
তোমার অবহেলায় কতটা নিচে এরা নামতে পারে এরা
কতটা আদর সোহাগে দুবাহুতে  জড়িয়ে দূরে ছুড়ে মেরে একাকীত্বের অনলে পুড়িয়ে
কতটা পাষাণ সাজতে পারে তারা ।


"মেয়ে তুমি জানোনা,পুরুষ কী  জিনিস"
ভালোবেসে তোমাকে সে কতটা সঙ্গ দেয় সঙ্গোপোনে
তোমার ইচ্ছেতেই কতটা বিচরণ করে মনে মনে
তোমাকে সুখ দেবার জন্য ,হাসিময় রাখার জন্য কতটা দুঃখ সয় নির্জনে ।


"মেয়ে তুমি জানোনা পুরুষ কী জিনিস "
তোমাকে জয় করতে,তোমার ভালবাসা অমূল্য অলঙ্কার করতে
কতটা রোদ বৃষ্টি ঝড় মাথার উপর রাখে তারা ,
তোমাকে এক পৃথিবীর সাহস দিতে ,তোমার আঁচলে সুচ দিয়ে আঁকা কবিতা হতে-
মেলা থেকে আনা কাচের চুড়ি উপহার
দিতে-
কতটা বিসর্জন দিতে নিজেকে করে আত্মহারা !!


"মেয়ে তুমি জানোনা পুরুষ কী জিনিস"
তার শাষণে কেবল সাতশত ক্রোশ আদর মাখা
তার কড়া স্বরের কণ্ঠ,ক্ষিপ্ত রাগ
তার ভয়াল রঞ্জিত চোখ রাঙানী কেবল তোমাকে তার ভালবাসায় বৃত্ত পরিসীমায় আয়ত্বে রাখা।


"মেয়ে তুমি জানোনা পুরুষ কী জিনিস "
তোমাকে ঘরে রেখে, দু পা যখন বাহিরে রাখে,
দু কদম যখন দূর পথ পারি দেয় ,
তখন পুরুষের দেহ কেবল শুধু বাহিরে পরে রয়
আর পুরুষত্বের পুরো পৃথিবীটাই তখন
সমস্ত তোমাকে জুড়েই ঘিরে থাকে।


হৃদয় মোহনার অথৈই অকূল তব্ধ বাঁকে
তোমাকে সুখে রাখার দুশ্চিন্তায় ,
মাথায় ঘাম পায়ে ফেলে।
তারা দু নয়নে আশার আলোর স্বপ্ন আঁকে,
এক বেলা কম খেয়ে, সিগারেট একদিন না টেনে
নাক ফুল, নুপুর কিনে পরাণ জুড়ানো হাসিটা দেখতে-
টিকলী, ফিতা, সাজসজ্জা, রঙিন শাড়ি কিনে দেয় প্রতি বসন্ত-বৈশাখে।


"মোয়ে তুমি জানোনা "
তোমাকে নিয়েই তাদের তিক্ত জীবনের বিষাদ স্রোতের তীব্রতা সজীব প্রাণ ফিরে পায় ,
তোমার বুকে মাথা রেখেই তারা সুখ খুঁজে পায়
শেষ দিবসের পরন্ত বেলায়।
মেয়ে তুমি জানোনা...
তোমার ভাবনার প্রতি পদেই সে বসত করুক ,
তোমার অনবদ্য প্রতিটি হাসির সে কারণ হোক ।
তোমার ভাবনার জগতে কেবল তারি পদাচরণ,
তোমার অঙ্গে কেবল তারি ছোঁয়ার পড়ুক আবরণ
পুরুষের চাওয়া কেবল এতটুকুই ।


"মেয়ে তুমি জানোনা পুরুষ কী জিনিস"
কতটা অভিমানী তারা ,
কতটা ক্রোধ বুকে নির্বাসন দিয়ে তোমার সব কিছুই মেনে নেয়,তোমার ডাকে দেয় সাড়া ।
মেয়ে তুমি জানোনা -
পুরুষ কেবল রাতের আঁধারে ভালবাসতে পারে তা নয়,
পুরুষের ভালোবাসায় মহাকাব্য রচিত হতো-
যদিনা থাকতো তোমাকে কিষ্ণিত হারানোর ভয়।
যদিনা থাকতো তোমার মহা প্রলয়ঙ্কারী অস্কার প্রাপ্ত ছলোনাময়ী অভিনয়।
মেয়ে তুমি একাই কাঁদতে জানো তা নয়,
সূর্যালোকের মতই পুরুষরাও জ্বলতে জানে, নিজেকে পোড়াতে জানে,
বিহর বিষাদে ডুঁকরে অশ্রু ফেলতে জানে নিঃশ্চুপ প্রভাত বেলায়।
কষ্টের প্রহরে প্রতিক্ষা তারাও গুনতে জানে  সময় অসমসয়।
মেয়ে তুমি জানোনা......


০১–০৬–১৭