সুখ যেন জাহাজ নোঙর পায় না খুঁজে তল ,
ছোঁ মেরে দেয় মুখের হাসি দুঃখ ডাকাত দল।


মন হয়ে যায় মেঘের বাড়ি চোখ ছুয়ে যায় নদী,
দুঃখের সীমা সাগর সমান ভাসায় নিরবধি।


আমরা মানুষ হইনি মানুষ হয় না মানুষ সুখ,
এই পৃথিবীর অক্ষ ভাজে কোটি কোটি অসুখ।