আমি চোখ থেকে গড়িয়ে পরা জল ;ঝরে পরে হারিয়ে যাবার ভয় নেই।
ভয় কেবল চোখের পলক ফেলে, আমার থেকে চোখ ফেরালেই।


আমি বুকের ভিতর চলতে থাকা ধুকধুক  স্পন্দন; থেমে যাবার ভয় নেই।
ভয় কেবল- আমার উপর তোমার বিশ্বাসটুকু মরে গেলেই।


আমি অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট; একা আলো বিলাতে ভয় নেই।
ভয় কেবল - আমার আলো হয়ে এসে সব আলো কেঁড়ে নিয়ে ফুরিয়ে দিলেই।


■ ভয়ের ইশতেহার
■ রবিউল ইসলাম রাব্বি


কাল ক্রিয়া : ০৫/০৭/২১