যদি ভুল হয়ে থাকে কোনদিন আমার অজান্তে
যদি কষ্ট দিয়ে থাকি ভালোবাসার আঘাতে আঘাতে
তবে ক্ষমা নয়
দিও ঘৃণা, দিও অভিশাপ উদর মহত্ত্বে।


যদি কোনদিন জানতে পারো আমার না থাকার খবর
যদি জানতে পারো পুরোনো হয়ে গেছে আমার লাশের কবর
সেদিন মিলিয়ে নিও চোখের জলে
মিলিয়ে নিও, মানুষ কেন বেচে নেয় হারিয়ে যাওয়ার অদূর তেপান্তর।


যদি আর কোনদিন শেষ কথা কিংবা দেখা না হয়
যদি অভিমান বা মৃত্যুরই হয় বিজয়
তবে স্মৃতিটুকু মুছে দিও,
পাষাণত্ব গেঁথে নিয়ে ভুলে যেও আমায়।